আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “জুম‘আর দিন ইমামের খুতবা প্রদানকালে যখন তুমি তোমার সাথীকে বললে, ‘চুপ করো’ তখন তুমি অনর্থক কাজ করলে।”
شرح الحديث :
জুম‘আর সালাতের বিশেষ নিদর্শন হলো দুই খুতবা। আর এ খুতবার উদ্দেশ্য হলো মানুষকে ওয়াজ-নসিহত করা ও দিকনির্দেশনা দেওয়া। শ্রোতার শিষ্টাচার হলো খতীবের প্রতি মনোযোগ দেওয়া ও চুপ থেকে শ্রবণ করা যাতে তার নসিহত গভীরভাবে অনুধাবন করা যায়। এ কারণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জুম‘আর খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন; যদিও তা সামান্য পরিমাণও হয়। যেমন স্বীয় সাথীকে কথা থেকে বিরত রাখতে “চুপ করো।” ইমামের খুতবার সময় যদি কেউ কথা বলে তবে সে অনর্থক কাজ করলো। ফলে সে জুম‘আর ফযীলত থেকে বঞ্চিত হবে। কেননা. সে এমন কাজ করলো যা তাকে ও অন্যকে খুতবা শোনা থেকে বিরত রাখল।