الوتر
كلمة (الوِتر) في اللغة صفة مشبهة باسم الفاعل، ومعناها الفرد،...
আবূ কাতাদাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ যুহরের প্রথম দুই রাকা‘আতে সূরা ফাতিহা এবং দুইটি সূরা পড়েন। প্রথম রাকা‘আত লম্বা করেন এবং দ্বিতীয় রাকাত সংক্ষেপ করেন। মাঝে মাঝে আয়াত শোনান। আর আসরের সালাতে সূরা ফাতিহা ও দুইটি সূরা পাঠ করেন। প্রথম রাকা‘আত দীর্ঘ করেন এবং দ্বিতীয় রাকা‘আত সংক্ষেপ করেন। আর শেষের দুই রাকাআতে সূরা ফাতিহা পড়েন এবং তিনি ফজরের সালাতের প্রথম রাকা‘আতকে দীর্ঘ করেন এবং দ্বিতীয় রাকা‘আতকে সংক্ষেপ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যুহর ও আসরের প্রথম দুই রাকা‘আতে সূরা ফাতিহার পর কুরআনের অন্য কোন অংশ তিলাওয়াত করতেন। দ্বিতীয় রাকা‘আতের তুলনায় প্রথম রাকা‘আতকে দীর্ঘ করতেন। অনেক সময় তিনি যা পড়তেন তা তার সাহাবীদের শোনাতেন। আর তৃতীয় ও চতুর্থ রাকা‘আতে তিনি শুধু সূরা ফাতিহা পড়তেন। আর তিনি ফজরের সালাতে প্রথম রাকা‘আতে কিরাত দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাকা‘আতে সংক্ষিপ্ত করতেন। কিন্তু যদি কোন ব্যক্তি তৃতীয় বা চতুর্থ রাকা‘আতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা পড়েন,এ বিষয়ে অন্যান প্রমাণ বর্ণিত থাকার কারণে তা জায়েগ আছে।