الغني
كلمة (غَنِيّ) في اللغة صفة مشبهة على وزن (فعيل) من الفعل (غَنِيَ...
আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ দু‘আ করতেন, “হে আল্লাহ! আমি আপনার কাছে হিদায়েত, তাকওয়া, বিপদমুক্ততা এবং অভাবমুক্ততা প্রার্থনা করছি।”
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবের কাছে ইলম ও হকের ওপর প্রতিষ্ঠিত থাকার তাওফিক প্রার্থনা করেছেন। তিনি যেন তাঁকে তাঁর আদেশ মান্য করতে ও নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার তাওফিক দান করেন। তিনি যেন তাঁকে সমস্ত হারাম থেকে মুক্ত রাখেন, যা তিনি হারাম করেছেন। এমনিভাবে সৃষ্টির কাছ থেকে অভাবমুক্তির প্রার্থনা করেছেন যে, তিনি যেন তাঁর মহান রব ব্যতীত অন্য কারো কাছে অভাবী না থাকেন।