البحث

عبارات مقترحة:

المقدم

كلمة (المقدِّم) في اللغة اسم فاعل من التقديم، وهو جعل الشيء...

العلي

كلمة العليّ في اللغة هي صفة مشبهة من العلوّ، والصفة المشبهة تدل...

الباطن

هو اسمٌ من أسماء الله الحسنى، يدل على صفة (الباطنيَّةِ)؛ أي إنه...

জাবের রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত: “কোন ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে; অর্থাৎ, (‘বিসমিল্লাহ’ বলে) তখন শয়তান তার অনুচরদেরকে বলে, ‘আজ না তোমরা এ ঘরে রাত্রি যাপন করতে পারবে, আর না খাবার পাবে।’ অন্যথায় যখন সে প্রবেশ কালে আল্লাহ তাআলাকে স্মরণ না করে (অর্থাৎ ‘বিসমিল্লাহ’ না বলে), তখন শয়তান বলে, ‘তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে।’’ আর যখন আহার কালেও আল্লাহ তাআলাকে স্মরণ না করে (অর্থাৎ, ‘বিসমিল্লাহ’ না বলে), তখন সে তার চেলাদেরকে বলে, ‘তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে।”

شرح الحديث :

জাবের রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীস খাওয়ার আদবের আলোচনা আনা হয়েছে। তিনি জানান যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোন ব্যক্তি যখন নিজ বাড়িতে প্রবেশ করে এবং প্রবেশ ও আহারের সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে; অর্থাৎ, (‘বিসমিল্লাহ’ বলে) তখন শয়তান তার অনুচরদেরকে বলে, ‘আজ না তোমাদের এ ঘরে রাত্রি যাপন আছে, আর না খাবার আছে।’ কারণ, লোকটি আল্লাহর নাম স্মরণ করেছে এবং স্বীয় ঘরে প্রবেশের সময় সে বলেছে, আল্লাহর নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম। আর রাতের খাবারের যিকির যেমন সে বলল, “বিছমিল্লাম”। ঘরে প্রবেশ ও রাতের খাওয়ার সময় যখন আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার সাথীদের বলে, ‘আজ না তোমাদের এ ঘরে রাত্রি যাপন আছে, আর না খাবার আছে।’ কারণ, তখন ঘরটি এবং রাতের খাবার আল্লাহর যিকিরের দ্বারা সংরক্ষিত হলো। আল্লাহ তা শয়তান থেকে হেফাযত করলেন। আর যখন ঘরে প্রবেশ করল, আর প্রবেশের সময় আল্লাহর স্মরণ করল না, তখন বলে, ‘তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে।’ আর যখন আহার তার সামনে আনা হয় এবং সে আল্লাম নাম স্মরণ না করে, তখন সে বলে, ‘তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে। অর্থাৎ, আল্লাহর যিকির দ্বারা তা সংরক্ষণ না করার কারণে শয়তান রাত যাপন ও আহার উভয়টিতে তার সাথে শরীক হলো। এ হাদীসটিতে মানুষের প্রতি উৎসাহ প্রদান করা হয় যে, একজন মানুষ যখন ঘরে প্রবেশ করবে সে যেন আল্লাহর নাম স্মরণ করে। এ বিষয়ে বর্ণিত দো‘আ যেমন: "بسم الله ولجنا، وبسم الله خرجنا، وعلى الله ربِّنا توكلنا، اللهم إني أسألك خير المولج وخير المخرج" আল্লাহর নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম। হে আমাদের রব আমরা ভরসা করলাম। হে আল্লাহ আমরা উত্তম প্রবেশদ্বার এবং উত্তম বের হওয়ার পথ আপনার কাছে চাই।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية