المليك
كلمة (المَليك) في اللغة صيغة مبالغة على وزن (فَعيل) بمعنى (فاعل)...
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা তোমাদের কাতারগুলো সোজা কর, কেননা, কাতার সোজা করা সালাতের পূর্ণতার অংশ।
যে সব কর্মে কল্যাণ ও কামিয়াবী রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সে সব কর্মের দিকে দিক নির্দেশা ও পথ দেখান। আর এখানে তিনি তাদেরকে কাতার সোজা করার নির্দেশ দেন যাতে তাদের সবাইর মুখ এক কিবলার দিকে হয়। আর ফাকাগুলো পুরণ করার নির্দেশ দেন যাতে শয়তানের জন্য তাদের সালাত নিয়ে খেল-তামাশা করার সুযোগ না থাকে। আর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাতার সোজা করার কতক উপকারিতার কথা বলেন। আর তা হলো কাতার সোজা করা সালাত সম্পন্ন হওয়া ও পরিপূর্ণতার আলামত। আর কাতার বক্র হওয়া সালাতে দূর্বলতা ও অসম্পূর্ণতা পাওয়া যাওয়ার আলামত।