আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, “যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়।”
شرح الحديث :
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, মুমিনগণ পরস্পর ভাই ভাই। একের দু: খ-কষ্টে অপরে দু: খ-কষ্ট পাবে, আবার একের সুখে অন্যে সুখি হবে। তাদের কালিমা হবে এক, শত্রুর মোকাবিলায় তারা হবে এক হাত। সুতরাং তাদের উচিত ঐক্যবদ্ধ থাকা, নেতার আনুগত্য করা এবং যারা নেতার বিরুদ্ধে বিদ্রোহ করে তাদেরকে প্রতিহত করার মাধ্যমে নেতাকে সাহায্য করা। কেননা উক্ত বিদ্রোহী মুসলিম জামাতকে ভঙ্গ করল, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করল এবং ত্রাস সৃষ্টি করল। সুতরাং এ ধরণের লোকের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, যাতে সে আল্লাহর নির্দেশের কাছে ফিরে আসে ও মাথানত করে। কেননা সে মুসলিমের দলের বিরুদ্ধে বের হয়েছে এবং বিদ্রোহ করেছে। সুতরাং তার অন্তরে মুসলিমদের জন্য মায়া মমতা, মনুষ্যত্ববোধ ও ইসলামী ভালোবাসা নেই। সে তাদের দল থেকে বেরিয়ে গেছে। সুতরাং সে তাদের দলভুক্ত নয়। তাই তাকে হত্যা করা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া ওয়াজিব।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية