الوكيل
كلمة (الوكيل) في اللغة صفة مشبهة على وزن (فعيل) بمعنى (مفعول) أي:...
আব্দুল্লাহ ইবন মাসঊদ রাদয়িাল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, “কিয়ামতের দিন মানুষের মাঝে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করা হবে।”
আল্লাহ কিয়ামতের দিন সৃষ্টিকুলের মাঝে হিসাব-নিকাশ করে ন্যায়পরায়ণতার সাথে তাদের মধ্যে ফয়সালা দিবেন। প্রথমেই তিনি যুলুমের বিচার করবেন। আর রক্তপাত যেহেতু সবচেয়ে মারাত্মক ও বড় যুলুম তাই তিনি সে মহান দিবসে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করবেন। বান্দার মাঝে যুলুম সংক্রান্ত বিচার আগে হবে। তবে বান্দার ইবাদত সংক্রান্ত হলে প্রথমেই সালাতের হিসেব করা হবে।