المتعالي
كلمة المتعالي في اللغة اسم فاعل من الفعل (تعالى)، واسم الله...
আব্দুল্লাহ ইবন মাসঊদ রাদয়িাল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, “কিয়ামতের দিন মানুষের মাঝে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করা হবে।”
আল্লাহ কিয়ামতের দিন সৃষ্টিকুলের মাঝে হিসাব-নিকাশ করে ন্যায়পরায়ণতার সাথে তাদের মধ্যে ফয়সালা দিবেন। প্রথমেই তিনি যুলুমের বিচার করবেন। আর রক্তপাত যেহেতু সবচেয়ে মারাত্মক ও বড় যুলুম তাই তিনি সে মহান দিবসে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করবেন। বান্দার মাঝে যুলুম সংক্রান্ত বিচার আগে হবে। তবে বান্দার ইবাদত সংক্রান্ত হলে প্রথমেই সালাতের হিসেব করা হবে।