الرحمن
هذا تعريف باسم الله (الرحمن)، وفيه معناه في اللغة والاصطلاح،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি হজ পালন করল এবং (তাতে) কোন অশ্লীল কাজ করল না ও পাপাচার করল না, সে ব্যক্তি ঠিক ঐ দিনকার মত (নিষ্পাপ হয়ে) বাড়ি ফিরবে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল।”
যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ পালন করল এবং (তাতে) কোনো মন্দ কাজ করল না ও এমন কোনো কাজ করল না যা হজ পরিপন্থী এবং কোনো পাপাচারও করল না, সে ব্যক্তি তার হজ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসে, যেমন শিশু নিষ্পাপ হয়ে জন্ম লাভ করে। আর হজের কাফ্ফারা ছোট গোনাহ ও ভুল-ত্রুটির সাথে খাস, কবীরা গোনাহের জন্য তাওবা জরুরী।