البحث

عبارات مقترحة:

الجميل

كلمة (الجميل) في اللغة صفة على وزن (فعيل) من الجمال وهو الحُسن،...

القوي

كلمة (قوي) في اللغة صفة مشبهة على وزن (فعيل) من القرب، وهو خلاف...

ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত: “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সালাত আদায় করেন ও ভুল করেন। ফলে তিনি দুটি সেজদা করেন। তারপর তাশাহুদ পড়েন অতঃপর সালাম ফেরান।”

شرح الحديث :

হাদীস শরীফটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বর্ণনা করে যে, যে ব্যক্তি সালাতে ভুল করে তার ওপর ওয়াজিব হলো সে যেন ভুলের জন্য দুটি সেজদাহ করে তারপর তাশাহুদ পড়বে এবং সালাম ফেরাবে। বস্তুত যে ভুলের সেজদা (সাজদাতুস সাহু) সালামের পর হয় তা হচ্ছে : ১. (সালাতে) কম করার কারণে সালাম (শেষে সাজদাহ)। ২. সালাতে সন্দেহ হওয়ার কারণে প্রবল ধারণার ওপর ভিত্তি করার পর (সালাম শেষে) সেজদাহ। এ হাদীসটিতে (সালাম শেষে) তাশাহুদ সাব্যস্ত করা সাজ (বিরোধপূর্ণ)। বিশুদ্ধ মত অনুযায়ী সেজদা সাহু করার পর কোন তাশাহুদ পড়া নাই।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية