البحث

عبارات مقترحة:

الرحمن

هذا تعريف باسم الله (الرحمن)، وفيه معناه في اللغة والاصطلاح،...

العلي

كلمة العليّ في اللغة هي صفة مشبهة من العلوّ، والصفة المشبهة تدل...

الرزاق

كلمة (الرزاق) في اللغة صيغة مبالغة من الرزق على وزن (فعّال)، تدل...

‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা হতে বর্ণিত, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে (অবস্থান স্থল) জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী হলে, তাকে জাহান্নামীদের (অবস্থান স্থল দেখানো হয়) আর তাকে বলা হয়, এ হচ্ছে তোমার অবস্থান স্থল, ক্বিয়ামাত দিবসে আল্লাহ্ তোমাকে পুনরুত্থিত করা অবধি।

شرح الحديث :

যখন মানুষ মারা যায় তখন প্রতিদিন সকাল বিকাল তার সামনে জান্নাত অথবা জাহান্নামে তার অবস্থানের স্থানকে তুলে ধরা হয়। যদি সে জান্নাতী হয়, তখন জান্নাতীদের অবস্থান থেকে তার অবস্থান তার সামনে তুলে ধরা হয়। যদি মৃত লোকটি জাহান্নামী হয়, তখন জাহান্নামীদের অবস্থান থেকে তার অবস্থান তার সামনে তুলে ধরা হয়। এ ধরনের তুলে ধরার মধ্যে মু’মিনদের জন্য রয়েছে সু সংবাদ আর কাফিরদের জন্য রয়েছে ভিতি। যেমন তাকে বলা হয়, এটি তোমার অবস্থান তুমি তাতে ততক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ না আল্লাহ তোমাকে না উঠায়।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية