الوارث
كلمة (الوراث) في اللغة اسم فاعل من الفعل (وَرِثَ يَرِثُ)، وهو من...
সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম ফিরাতেন তিনবার আসতাগফিরুল্লাহ এবং হে আল্লাহ তুমি শান্তি, তোমার থেকেই শান্তি, তুমি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব!
হাদীসটিতে এক মুসল্লী সালাত শেষ করার পর আসতাগফিরুল্লাহ তিনবার বলা মুস্তাহাব হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপর এ দো‘আ বলবে। হে আল্লাহ তুমি শান্তি, তোমার থেকেই শান্তি, তুমি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব! সালাতের শেষে বলা যায় এ ধরনের আরও দো‘আ রয়েছে যা বিভিন্ন হাদীসে বর্ণিত আছে।