الحكيم
اسمُ (الحكيم) اسمٌ جليل من أسماء الله الحسنى، وكلمةُ (الحكيم) في...
ওয়ায়েল ইবন হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহর সাথে সালাত আদায় করি। তিনি ডান দিকে সালাম ফিরিয়ে বলতেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আর বাম দিকে সালাম ফিরিয়ে বলতেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
হাদীসটি প্রমাণ করে যে, একজন মুসল্লী তার সালাত থেকে ডানে ও বামে দুই দিকে দুইবার সালাম ফিরানো ছাড়া বের হতে পারে না। সে প্রথম সালামে বলবে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আর দ্বিতীয় সালামে বলবে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।