المتعالي
كلمة المتعالي في اللغة اسم فاعل من الفعل (تعالى)، واسم الله...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লীন বলতেন তিনি আমীন বলতেন যা তার সাথে মিলিত প্রথম কাতারের লোকেরা শুনতে পেত।
রাসূলের অভ্যাস হলো তিনি যখন সূরা ফাতিহা পাঠ শেষ করেন তখন তিনি আমীন বলেন এবং আওয়াজ উঁচা করতেন যাতে সাহাবীগণ তা শুনতে পান। আমীন বলা মুস্তাহাব। আর হাদীসটি দুর্বল। তবে তার অর্থ বিভিন্ন বিশুদ্ধ হাদীসে বর্ণিত আছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমীন বলে তখন তোমরা আমীন বলো কারণ যার আমীন বলা ফিরিশতাদের আমীন বলার সাথে মিলবে তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। ইবন শিহাব আয-যুহরী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমীন বলতেন। মুত্তাফাকুন আলাইহি।