সাবুরাহ ইবন মা‘বাদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন তোমাদের কেউ সালাত আদায় করে সে যেন তার সালাতের জন্যে তীর দিয়ে হলেও আড়াল হয়।”
شرح الحديث :
হাদীস শরীফটি স্পষ্ট করে যে, একজন মুসল্লীর জন্য মুস্তাহাব হলো তার সামনে সুতরা স্থাপন করা। আর একজন মুসল্লী তার সামনে যে কোন বস্তু দাড়া করায় তা দিয়ে সুতরা আদায় হবে। যদিও তা ছোট বা তীরের মতো চিকন হয়। এতে রয়েছে শরীয়তের সহজিকরণ ও উদারতার একটি প্রকাশ্য দলিল।